অবতক খবর,২৭ ডিসেম্বর: রেজিনগর থানার মাঙ্গন পাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের সদস্য সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা গাছটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় আফগারি দপ্তরের উদ্যোগে। গাঁজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পালিয়ে গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে।