অবতক খবর,৮ মার্চঃ কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে একটি পেট্রল ডিজেলের গোডাউনে আগুন লাগে ।আগুনের তীব্রতা যথেষ্ট ছিলো।প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে।এই ঘটনায় একজন জখম হয়।বেশ কিছু অংশ পুড়ে যায়।ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ আসে।আসেন তমলুকের এস ডি পি ও সাকিব আহমেদ। আগুন এই মুহুর্তে কিছুটা নিয়ন্ত্রনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা। আর সেই তেলের গোডাউনে আর সকালে প্রায় ১২ খানার ড্রাম আছে বলে স্থানের সূত্রে খবর সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে আগুনে নসিভূত হয়ে যাবে পুরো গোডাউন ও একটি মোটর বাইক। ওই কর্মী গুরুতর আহত হয় তাকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়।