অবতক খবর,১২ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: রাস্তার কাজ শুরু

মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের খড়মপুর গ্রামের মদন ঘোষের বাড়ী থেকে কামরা গ্রামের হরি ঘোষের দোকানের সন্নিকট পর্যন্ত রাস্তা তৈরির কাজ আজ ফিতে কেটে শুভ শিলান্যাস করেন মন্তেশ্বরের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ , বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি।
কামরা গ্রামের বাসিন্দা মলয় দে, বামদেব ঘোষ, খড়ম গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখ জানান এই রাস্তাটি খরমপুর, কামরাগ্রাম সহ আশপাশের দুই তিনটি গ্রামের প্রধান রাস্তা, ছেলেমেয়েরা ইস্কুল কলেজ, হাট বাজার, হাসপাতাল সব এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। বহুদিন ধরেই এই রাস্তাটা ভগ্নদশাই পরিণত হয়েছিল। বর্ষা থেকে গ্রীষ্ম পর্যন্ত প্রতিনিয়ত রাস্তায় চলাফেরা করতে দুর্ভোগে পড়ত এলাকার গ্রামবাসীদের। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির সহযোগিতা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এর অনুপ্রেরণায় আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়াতে গ্রামের ৮থেকে ৮০ বয়সের মানুষজনদের আনন্দ উৎসাহিত হওয়ার মধ্য দিয়ে উৎসবের চেহারা নিয়েছে গ্রামে, বলে জানান কামরা খরমপুর গ্রামবাসীরা কুসুমগ্রামপঞ্চায়েতের উপপ্রধান ইসমাতারা বিবি
মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস, ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাস্তাশ্রী প্রকল্পের খরমপুর গ্রামের মদন ঘোষের বাড়ির সংলগ্ন এলাকা থেকে কামরা গ্রামের হরি ঘোষের দোকান ঘর পর্যন্ত
প্রায় ৬৭ লক্ষ্য টাকা ব্যয়ে দুই কিলোমিটার ব্যাপী রাস্তা তৈরি কাজের শুভ সূচনা করা হয় বলেন জানান। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেন শেখ। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি, এলাকার বিশিষ্ট সমাজসেবী কুমারজিৎ পান , সব্যসাচী চক্রবর্তী, বাবুল খান, মলয় দে সহ কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ইসমাতারা বিবি,গ্রাম পঞ্চায়েতের সদস্য, সদস্যরা সহ এলাকার অগণিত মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিরা ।
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ,গ্রামবাসীরা আমাদের কি জানালেন দেখুন।