অবতক খবর,৯ জানুয়ারি: দৈনন্দিন জীবনে রান্নার গ্যাসের কোন সেফটি নেই। এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বাড়ির রান্নাঘরে বাড়ছে দুর্ঘটনা। রান্নাঘরে বিপদ মুক্ত করতে সেফটি ডিভাইস গ্যাস ব্যবহার করা অপরিহার্য। সিলিন্ডারে রেগুলেটর ব্যবহার করেন অনেকেই কিন্তু সঠিকভাবে চেক করেন না বা রান্নাঘরে গ্যাস সেফটি না থাকার জন্য দুর্ঘটনা প্রায়শই ঘটছে লিকেজ থেকে।

বৃহস্পতিবার দুপুরে নিউ বারাকপুর থানার উদ্যোগে গ্যাস সেফ ইন্ডিয়া লিমিটেডরের সহযোগিতায় ডেমোস্ট্রেশন দেওয়া হল থানা প্রাঙ্গণে ।এলপিজি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে গ্যাস সেফটি ডিভাইস ব্যবহার অপরিহার্য।