অবতক খবর,10 জানুয়ারি: গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নি সংযোগ সুলতানপুরের এক বাড়িতে। ঘটনায় আতঙ্ক ছড়ালো ওই এলাকায়। বৃহস্পতিবার বৈকাল আনুমানিক পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামে একটি বাড়িতে চা করার জন্য গ্যাসের উনন ধরানো হয়, আর ঠিক তারপর সেখানেই গ্যাস লিক করে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই ঘরের মধ্যে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই বাড়ির লোকজন।

তারপরেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। এই ঘটনার খবর ময়ূরেশ্বর থানায় পৌঁছাতেই ময়ূরেশ্বর থানার পুলিশ সাঁইথিয়া দমকল অফিসে খবর দেয়, তবে বেশ কিছুক্ষণের মধ্যে সাঁইথিয়া থেকে ময়ূরেশ্বরের সুলতানপুর আসে দমকলের একটি ইঞ্জিন।

ঠিক তারপর স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীদের চেষ্টায় আগুন নেভানোর কাজ সম্পন্ন হয় বলে জানা যায়। এদিনের এই অগ্নি সংযোগে বাড়ির মধ্যে থাকা বিভিন্ন শীতের পোশাক সহ লেপ তোষক ও বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়েছে বলে জানা যায়।