অবতক খবর,১২ ফেব্রুয়ারি: সোমবার বিকেলে নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গৌরিপুর মীরা বাগান মাঠ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন মূলক মিছিল শুরু হয়ে আর বি সি রোড ধরে ফেরিঘাট পর্যন্ত মিছিলটি শেষ হয় । মিছিলটি নৈহাটী থানার পুলিশ প্রশাসনের কড়াপ্রহরার মধ্যে হতে দেখা যায়। উক্ত ধন্যবাদ জ্ঞাপন মূলক মিছিলের পুরো ভাগে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ প্ সব মহিলা কাউন্সিলারাই উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা কাউন্সিলার কাজল দে জানান সাম্প্রতিক রাজ্যসরকার যেভাবে মহিলাদের সম্মান জানিয়ে লক্ষীভান্ডারের ভাতা একেবারে ডবল করেছে , তার জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে ধন্যবাদ জ্ঞাপন জানানোর উদ্দেশ্যেই এই মিছিল।