অবতক খবর,১৭ ডিসেম্বর,গোয়ালপোখর: গোয়ালপোখরের ধরমপুর এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙ্গন। কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ কয়েক শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান। জানা গিয়েছে মঙ্গলবার বিকালে গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় ধরমপুর এলাকায়।
সেই যোগদান সভায় কংগ্রেসের অঞ্চল সভাপতি মেসের আলি সহ কয়েক শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল এবং গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা। তৃণমূলের উন্নয়ন দেখে এই যোগদান দাবি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের।