অবতক খবর,২ এপ্রিল,গোয়ালপোখর: গোয়ালপোখরের ছোটো পাটনা গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় ১৫ টি ঘরবাড়ি। আগুন পুড়ল মেয়ের বিয়ের দেওয়ার জন্য মজুদ পাঁচ লক্ষ্য টাকা। ঘটনায় গবাদি পশুর ও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে জফিরুদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্হানীয়রা। আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন গ্রামবাসীরা। আগুনের তীব্র এত বেশি ছিল মুহূর্তের মধ্যে আশপাশের ঘরবাড়িতে আগুন লেগে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ ও গোয়ালপোখরের দমকল বাহিনীরা। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।