অবতক খবর,১৮ ডিসেম্বর,গোয়ালপোখর:গোয়ালপোখরের গতি এলাকায় প্রায় তিনশো পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার বিকালে গোয়ালপোখরের গতি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়।
সেই যোগদান সভায় উপস্থিত হন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। এই যোগদান সভা থেকে প্রায় তিনশো পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি।