অবতক খবর,১৫ সেপ্টেম্বর,গোসাবা:- দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা বিধানসভার উপ নির্বাচনের আগে দল ত্যাগ করলেন গোসোবা পরাজিত বিজেপি প্রার্থী বরুণ প্রামানিক। একটি দলীয় অনুষ্ঠানের মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। তৃণমূলে যোগদান করার পর একটি প্রকাশ্য সভা থেকে তিনি দলের হয়ে বার্তা দেন, উপনির্বাচনে গোসোবা প্রার্থীকে ৭০ হাজার ভোটে ব্যবধানে জেতাবেন। এর পাশাপাশি তিনি আরো বলেন, গোসোবা বিধানসভার ১৪ টি অঞ্চলের মধ্যে সবথেকে বেশি ভোটে জিতবে নিজের অঞ্চল শম্ভু নগর। এবং তিনি বলেন যে, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছেন, তাই নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এসেছেন।

অপরদিকে গোসোবা বিধানসভার তৃণমূল নেতৃত্বের জানান, যারা তৃণমূল দলকে ভালবাসবে, যারা জোড়া ফুল কে ভালবাসবে তাদেরকে দলে নেওয়া হবে।