অবতক খবর,২৯ মার্চ,মালদা : গোয়েন্দা দপ্তরের ব্যর্থতার কারণে মোথাবাড়ির এই ঘটনা ঘটেছে। শুরুতে গোয়েন্দা দপ্তরের কাছে এই খবর থাকলে এই ঘটনা আটকানো যেত। পুলিশ প্রশাসনকে ঢিলেমি মনোভাব ছাড়তে হবে। আগামীতে একাধিক উৎসব রয়েছে তাই পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
এই মর্মে আমরা থানা এবং জেলা প্রশাসনকে ডেপুটেশন দিব। তার পাশাপাশি মোথাবাড়ির ঘটনা নিয়ে এক সর্বদলীয় বৈঠক ডাকুক প্রশাসন। শনিবার কালিতলা এলাকায় মিহির দাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে মোথাবাড়ির ঘটনা নিয়ে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র।