অবতক খবর,২৮ সেপ্টেম্বর,গোয়ালপোখর:গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ কলোনী এলাকায় সুধা নদীর উপর বাঁশের সাঁকো ভেসে জলবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। এই বাঁশের সাঁকো দিয়ে গোপালগঞ্জ কলোনি, নিয়ামতপুর, শান্তিনগর, ভুতোর সহ বেশ কিছু গ্রাম গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করত। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পাকা সেতুর দাবী জানিয়ে আসছে এলাকার বাসিন্দা।
কিন্তু দেখছি দেখব প্রতিশ্রুতির বন্যা। তাই এবার বাধ্য হয়ে পাকা সেতুর দাবীতে আন্দোলনে নেমেছে স্থানীয় বাসিন্দারা। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও মেলেনি পাকা সেতু। তাই এবার পাকা সেতুর দাবীতে সড়ক অবরোধের হুশিয়ারী দিয়েছেন বাসিন্দারা। সবমিলিয়ে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের জেরে আদৌ কি পাকা সেতু পাবে পাঞ্জিপাড়ার গোপালগঞ্জবাসী নজর থাকবে আমাদেরও।
এলাকাবাসীর একাধিক উন্নয়নের কাজ রাজ্য সরকার করেছে। এটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে। প্রধানের মতে সেখানে সেতু তৈরির কাজ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি করতে পারবে না। এখানে বিজেপির সাংসদ রয়েছে।
পাঞ্জিপাড়া এলাকায় কেন্দ্রীয় সরকার কোনো উন্নয়ন মূলক কাজ করেনি। তাই এবার বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পাল সেখানে সেতু নির্মাণ করে দিক দাবি জানালেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অবেদুল্লা সামস ওরফে মুন্না।