অবতক খবর,১৫ জানুয়ারি: গৃহ শিক্ষক তনময় চট্টোপাধ্যায় এর সঙ্গে ২৫শে ডিসেম্বর রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিল শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজা দে। সিনেমার শেষে সমস্ত ছাত্রদের নিয়ে শিক্ষক তাঁকে টিমের সেল্ফি ছবি তুলতে বলেছিল।

তাতে সে কর্ণপাত করে নি রাজা। তখন তাঁকে বকাঝকা দিয়েছিল শিক্ষক। এই ঘটনার পনেরো দিন পার হয়ে যাওয়ার পর মঙ্গলবার সকালে ফাঁকা বাড়ি পেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্নঘাতী হন ওই পড়ুয়া। জানা গিয়েছে, মৃতের মা বাবা বাড়িতে ছিলেন না। দুপুরে বাড়ি ফিরে শঙ্কর বাবু দেখেন দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরের ভেতরে তিনি ঢুকে দেখেন ছেলে ঝুলছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই ঘটনায় ছাত্র রাজার বাড়ির লোক শিক্ষককে দায়ী করেছেন রাজার মায়ের দাবি শিক্ষকের করা অপমান মেনে নিতে পারেনি তাই সে আত্মহত্যা করেছে। অপরদিকে শিক্ষক ও সাথে যাওয়া ছাত্রদের দাবি শিক্ষক শুধু বলেছেন ছবি তুললি না তো তোকে আমি পড়াবো না এটা মৃত্যুর কারণ হতে পারে না বলে দাবি সহপাঠী ও শিক্ষকের।

আর ঘটনা ঘটেছে ১৫ দিন আগে এতদিন পর অপমানের কথা মনে পড়লো তার। উপরন্ত ছাত্র রাজা শিক্ষককে হোয়াটসঅ্যাপে রীতিমতো হুমকি দেয় সেই হোয়াটসঅ্যাপের লেখা শিক্ষক তুলে ধরেছেসন