অবতক খবর,১২ ফেব্রুয়ারি: রহস্যজনক গৃহবধূর মৃত্যু জলঙ্গিতে, ঘটনার চাঞ্চল্য জলঙ্গির বিদুপুরে। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম রোজিনা বিবি বয়স ৩২ বছর। আজ সকালে হটাৎ ওই গৃহবধূর স্বামী চিৎকার করলে পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষজন ছুটে গিয়ে দেখে, তার স্ত্রী কথা বলছে না।
ঘটনায় ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় সাদিখানদেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই ঘটনার পর মৃতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আসেনি হাসপাতাল এবং পুলিশ থানায়।মূলত সেই কারণেই রহস্যের দানা বাঁধছে মৃত দেহকে ঘিরে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে এলকাবাসির সহযোগিতায় ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠায় বলে খবর। খুন নাকি অস্বাভাবিক মৃত্যু তদন্ত নেমেছে জন পুলিশ।