অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া :: করোনা ভাইরাস এর জন্য লকডাউন, এর ফলে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে । সেই পরিস্থিতি উপর দাঁড়িয়ে রানাঘাট পৌরসভার ১৪নং ওয়ার্ডের প্রতিটা মানুষকে দুবার করে চাল, ডাল ,আলু ,সোয়াবিন,ডিম দেওয়া হয়েছে এবং তারপরও যেসকল বাড়িতে গৃহপালিত পশুর আসে যেমন গরু,ছাগল তাদের কথা মাথায় রেখে ২৭টি বাড়িতে আজ বিচুলি এবং ভুট্টা ভুসি, দেওয়া হল।

রানাঘাট পৌর সদস্য বিজন সরকার ওরফে (বাপ্পা)উদ্যোগে আজ এই ত্রাণ বিলি করা হয়।









