অবতক খবর,৮ নভেম্বর,মালদা:- গূহবধূর মৃত্যুতে রহস্যের দানা বাধল মালদার রতুয়ার জামনগর গ্রামে। বুধবার সকালে গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ করে মৃতার পরিবার। যদিও বধূর কাছে হাঁসুয়া ও বিষের বোতল ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে মৃতার নাম বিউটি বিবি(২১)। তাঁর দেড় মাস আগে গ্রামের জামনগরের যুবক জিয়াউল রহমান সঙ্গে বিয়ে হয়। জিয়াউল বিউটির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বিছেদের পরে জিয়াউলকে বিয়ে করেন বিউটি। তাঁর এক মেয়েও রয়েছে। অভিযোগ,বিউটিকে মেনে নিতে চাইনি জিয়াউলের পরিবার।

এ দিন বিউটিকে অচৈতন্য অবস্থায় পরিবার প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। পরে,বিউটির পরিবার পুলিশে স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ করেন। যদিও বিউটির একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ভিডিয়োয় দেখা যায়, বিউটি হাঁসুয়া এবং বিষের বোতল নিয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন। খুন ও নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।