বার্তা এসেছে। গুলি চলছে গুলি। বাতাস ছুটছে, মানুষ ছুটছে। লাশ পড়ছে লাশ!

গুলি ও লাশের কবিতা
তমাল সাহা

১) লাশের শতকিয়া

এপারে শেখা হয়ে গেছে নামতা
এখন ওপারে শিখছি শতকিয়া
আঙুলের কড় এখনো হয়নি অদৃশ্য।
সাংখ্যমান আরো বাড়বে বলে
কনিষ্ঠার কড়ে বুড়ো আঙুল রেখেছি।
কেননা এখনও অনেক লাশ পড়বে
ক্ষমতায়ন এক সৌন্দর্যময় দৃশ্য!

২) পুলিশ শনাক্তকরণ

সব দেশের আকাশে
একটাই চন্দ্র একটাই সূর্য
সব দেশের একটাই আকাশ

সব দেশের একটাই মাটি
নদী অরণ্য সমুদ্র পাহাড় অনেক
সব দেশের একটাই বাতাস

সব দেশের পুলিশের বিভিন্ন বেশবাস
গুলি কার্তুজ একই আগ্নেয় শ্বাস
মাটিতে লুটিয়ে পড়ে মানুষের লাশ

৩) গুলি

যে যেখানে গুলি খায় আমি বুক পেতে ধরি
সে গুলিতে আমিই মরি।
গুলিই একমাত্র জড়বস্তু চলমান শরীরী
এপার থেকে ওপারে হতে পারে দেশান্তরী।