অবতক খবর,৪ আগস্ট,ভাঙর:- ভাঙড়ে ভোট গণনার দিন পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া চার আইএসএফ নেতা-কর্মীদের নিয়ে ঘটনার পূনর্নীরমান করল পুলিশ।
বৃহস্পতিবার ভাঙড়ের সেই অভিশপ্ত ভোট গণনা কেন্দ্র কাঁঠালিয়া হাই স্কুলের সামনে জেলা পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত হতেই আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়ি থেকে মুখ ঢাকা অবস্থায় একে একে নিয়ে আসা হয় গ্রেফতার হওয়া আইএসএফ নেতা কর্মীদের। তারা কেউ পুলিশের বড় কর্তাদের সামনে আঙ্গুল উচিয়ে ঘটনাস্থল দেখাচ্ছেন তো আবার কেউ কোথা থেকে গুলি চালানো হয়েছে তার বিবরণ দিচ্ছেন। সেই ঘটনা ভিডিও রেকর্ড করা হয় পুলিশের পক্ষ থেকে।
ভোট গণনার দিন রাতে কাঁঠালিয়া হাই স্কুলের সামনে পুলিশ ও দুষ্কৃতদের মধ্যে গুলির লড়াই চলে । তাতে গুলিবিদ্ধ হন খোদ অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ তার দেহরক্ষী । এর পাশাপাশি তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক দুষ্কৃতী সহ বহু আইএসএফ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বাইশ দিন পর এদিন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি তদন্তকারী দল ঘটনার পুননির্মাণ করে ।