অবতক খবর,৫ মার্চ:  গুজরাতের জামনগরের ‘বনতারা’য় শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্তের বন্যপ্রাণী পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন মোদী, ঘুরে দেখেছেন গোটা এলাকা। ২ হাজারের বেশি প্রজাতি এবং ১.৫ লক্ষের বেশি উদ্ধার হওয়া বিপন্ন প্রাণীর আবাসস্থল এই ‘বনতারা’। এশিয়াটিক সিংহ শাবক, সাদা সিংহ শাবক, ক্লাউডেড লেপার্ড শাবক, বিরল ও বিপন্ন প্রজাতির কারাকাল শাবককেও দেখেন তিনি।

বাঘ ও সিংহ শাবকদের পাশাপাশি, জিরাফকেও খাওয়াতে দেখা গেল মোদীকে। হিংস্র প্রাণীদেরও দেখে এলেন, যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ৪টি তুষার চিতা। এদের মধ্যে একটিকে সার্কাস থেকে উদ্ধার করা হয়েছিল।

জানা যায়, ওই সার্কাসে তাদের কৌশল প্রদর্শন করতে বাধ্য করা হত। চেহারাও খারাপ হতে শুরু করেছিল। ‘বনতারা’য় সেই সাদা সিংহ এবং তুষার চিতাবাঘের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় মোদীর। তিনি খোলা মাঠে শিম্পাঞ্জিদের মুখোমুখিও হলেন, জ়েব্রাদের মধ্যে হাঁটাচলা করলেন, একটি জিরাফ এবং একটি গন্ডারের ছানাকেও খাওয়ালেন প্রধানমন্ত্রী।

বড় অজগর, দুই মাথাওয়ালা সাপ, দুই মাথাওয়ালা কচ্ছপ, দৈত্যাকার ভোঁদড়, বঙ্গো (হরিণ) এবং সীলদের-ও দেখলেন। এ দিন প্রধানমন্ত্রী হাসপাতালের এমআরআই কক্ষে এশিয়াটিক সিংহের এমআরআই প্রত্যক্ষ করেছেন। তিনি অপারেশন থিয়েটারও ঘুরে দেখেন, যেখানে হাইওয়েতে গাড়ির ধাক্কায় আহত একটি চিতাবাঘের অস্ত্রোপচার হচ্ছিল।