গীতা সীতা
তমাল সাহা

জানো কি কৌরবদের পতনের কারণ?
দ্রৌপদী-পাঞ্চালি।
তুমি কি দেখতে পাচ্ছো ঈশান কোণে মেঘ?
ঝড় উঠছে,উড়ছে ধুলোবালি।

জানো কি লঙ্কার পতনের কারণ?
লাঙলের ফলায় জেগে উঠেছিল সীতা।
তোমার কি মনে পড়ে
লঙ্কা দাহন ও অগ্নিপরীক্ষার কথা?

যেমন কর্ম তেমন ফল,
অসৎ কর্মে রসাতল।
এখনো অদূরে দাঁড়িয়ে
শ্রীকৃষ্ণ শ্রবণ করাচ্ছেন গীতা।

তাহলে এবার?
আবার মুখোশ ঢাকা মুখ,
বর্বর অসভ্যদের দীর্ঘ হাতের দৃশ্যময়তা।
পতনের কারণ কি হবে?
রামায়ণের সীতা, দ্রৌপদীর
প্রিয় গীতা?

পুরুষতন্ত্রেরই মন্দির হবে?
মহিলা সুরক্ষা বিল পাস হবে
সীতা দ্রৌপদীর মন্দির কেন হবে না?
মন্দিরের বাইরেই তাদের ফেলে রাখা ভালো জনগণ জানে তা।
মন্দিরের বদলে রাস্তাঘাট বন জঙ্গল জলাভূমির পার ভালো
বলাতকারে সুবিধে অনেক
পড়ে থাকবে মৃত ধর্ষিতা!