কাল আসবে বড়দিনের যীশু। তার আগের দিন কলকাতার ব্রিগেডে মথুরা দ্বাপর কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ নিয়ে এলো গীতা
গীতা পাঠ ও নজরুল
তমাল সাহা
আজ নাকি লক্ষ লক্ষ কন্ঠে গীতাপাঠ
উপচানো ভিড় ব্রিগেডের মাঠ!
মাথাভর্তি গোময় গোমূত্র পঙ্ক
জয় শ্রীরাম দেয় নজরুল থেকে উদ্ধৃতি—
‘বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ’
আহা, হিন্দু মুসলমান কত সম্প্রীতি!
শিবরাম বলে, গীতাপাঠের চেয়ে মার্কসপাঠ ভালো
গেরুয়া বলে, গেল! গেল! সব রসাতলে গেল!
মুসলমান তো কী?
কাজী নজরুল ইসলাম কী ভালো! কী ভালো!
আমাদের পক্ষে সুর তুলেছে কী জমকালো!