অবতক খবর,২৫ মার্চ: আজ বসন্ত উৎসব। রংয়ের আমেজে মেতেছে সবাই।উপলক্ষে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় নাচে গানে চলছে, নানান অনুষ্ঠান। তবে অভিনব ভাবে গারুলিয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে প্রতিবছরের মতো রংয়ের উৎসবের আয়োজন করেছিলেন স্থানীয় কাউন্সিলর তথা সি আই সি গৌতম বসু।
শুধু গারুলিয়া পুরসভার অন্তর্গত মানুষই নন বলা যায় গোটা শিল্পাঞ্চলের মানুষ জমায়েত হন ওই অনুষ্ঠানে। স্থানীয় কাউন্সিলর গৌতম বসু বলেন,প্রতিবছর দোল উৎসবকে সামনে রেখে আমরা এই জায়গায় জমায়েত হয়ে আনন্দে মেতে উঠি।