চলে গেলেন বিশ্ববন্দিত জনগণমনগায়ক মানবকর্মী চারণ কবি হ্যারি বেলাফোন্টে

গানে আকাশ মাটি মাতে
তমাল সাহা

কালো মানুষেরা এত ভালো গান গায় কেন আমি জানি
তাদের গানে বুদ্ধিদীপ্ত কোনো কৌশল নেই
শুধু উজার করে দেয় হৃদয় খানি

তারা গায়
মানবতার গান
জন্মভূমির গান
কুলি মজুরের গান
পাথর ভাঙার গান
চুল্লিতে লোহা গলানোর গান
খেতে চাষাভুষোর ধান রুইবার গান
জলস্রোতে ভেসে যায় ধীবরের ছোট্ট জলযান

সূর্য উদয়ের গান গাইলেও
সন্ধ্যায় আকাশে উঠেছে চাঁদ
আধো আধো আলোছায়ায়
গান গেয়ে প্রেমিকার কাছে আসা
ঠোঁট ছুঁয়ে যায় ভালোবাসা

এইসব কালো মানুষেরা ইতিহাসিক
তারা গাইয়ে ভীষণ রকম লৌকিক
গানও হাঁটতে জানে
হেঁটে চলেছে গায়ক পদাতিক…