অবতক খবর,১৮ সেপ্টেম্বর,মন্তেশ্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মাস তিনেক আগে গরু বোঝাই গাড়ির দুর্ঘটনায় এক গরুর ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মোহাম্মদ আজগর আলী রহমান,উত্তর চব্বিশ পরগনার বারাসত থানার বৈদ্যপুর এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে মেমারি মালডাঙ্গা রাস্তায় মাঝেরগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি গরু বোঝাই গাড়ি। গুরুতর আহত হন হারুন রশিদ নামে এক গরু ব্যবসায়ী। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার দোগাছিয়ার বাসিন্দা।স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কলকাতা পিজিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই মারা যান তিনি। পুলিশ জানাই মৃত হারুন রশিদের ছেলে শাহাবুদ্দিন শেখ বাড়ী উত্তর ২৪ পরগনা দেগঙ্গার থানার দোগাছিয়ার বাসিন্দা, ঘটনার পর ওই গাড়ি চালকের বিরুদ্ধে জোরে নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোর জন্য তাকে এই ঘটনার দায়ী করে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত গাড়ি চালক কে সোমবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।