গাছেদের অকাল মৃত্যু হলো আমফানে। তাদের কি পোস্ট মর্টেম হবে? তাদের জন্য কি মর্গ আছে? তাদের ডেডবডি নেবে কে?
গাছেদের মর্গ
তমাল সাহা
এইসব গাছ কে রেখেছিল নাম?
বট, অশ্বত্থ, জারুল, মেহগনি
শাল,শিরীষ,দেবদারু,কৃষ্ণচূড়া
সুবাবুল, ছাতিম, আকাশমণি!
ইহাদের লাশ পড়িয়া রহিয়াছে
পথের ধারে, প্রান্তরে, সড়কের উপর
অরণ্যে গাছেদের কান্না ঝরে
শূন্যে বাতাস উড়িয়া যায়
শোনেনা তারা আর পাতার মর্মর।
এইসব উদ্ভিদ গাছ বৃক্ষ সকল
কেহ বা উপুড় কেহ বা চিৎপাত।
আসিল এ কোন ঝড়?
তাহাদের হাত পা ছড়ানো লাশ,
নিহত আরণ্যক সুবাস।
মানুষ দেখে হতবাক হয়
এ তো নিজের সর্বনাশ!
ইহাদের কি ময়নাতদন্ত হবে?
রিপোর্ট দেবে কে?
ইহারা তো অকালে মৃত
শববাহী কে,কিভাবে শেষকৃত্য?
গাছেদের আছে কি ডাক্তার,
আছে কি মর্গ কোনো?
গাছেদের দেহ ব্যবচ্ছেদে
হৃৎপিণ্ড দেখেছো কখনো?
তুমি তো মানুষ
পৃথিবীর শ্রেষ্ঠ জীব
কিছুই জানোনা এখনো!









