অবতক খবর,২৩ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:গহনা ব্যবসায়ীকে মারধর ও গহনা ছিনতাই এর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাগবুল মল্লিক ও শাহাজামাল শেখ নাদনঘাট থানার কুশোগড়িয়া এলাকার বাসিন্দা।

থানা সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের কুলে গ্রামের বাসিন্দা আলমগীর শেখের নাদন ঘাটবাস স্ট্যান্ড এলাকায় সোনা রুপোর গহনার দোকান রয়েছে। শনিবার রাতে মোটর বাইকে করে কর্মচারীকে নিয়ে বাড়ি ফেরার পথে দীর্ঘপাড়া ও কূলে গ্রামের মাঝামাঝি মন্তেশ্বর থানা এলাকার রাস্তায় তিনজন তাদের পথ আটকায়। গহনা ব্যবসায়ী সহ কর্মচারীকে বেদম মারধর করে এবং তাদের কাছে থাকা প্রায় ৫০ গ্রাম সোনা ও ২০০ গ্রাম রূপোর গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনায় ওই দোকানের কর্মচারী মুন্সি হাইবুল শেখ থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

নানান সূত্র ধরে পুলিশ নাদন ঘাটের কুশোপাড়া এলাকার ওই দুই জনের ঘটনায় জড়িত থাকার সন্ধান পায়। রবিবার রাতে নাদন ঘাট থানার পুলিশের সহযোগিতায় ওই দুই জনকেই ধৃতদের বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে কিছু গহনা , একটি মোটরবাইক উদ্ধার করে বাজাপ্ত করেছে পুলিশ। ধৃতদের সোমবার কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে, আরোও গহনা উদ্ধার ও তদন্ত করার জন্য ধৃত দের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ।