গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ গয়েশপুরের সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হল। এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে মানুষের মধ্যে লিফলেট বিলি করা হয়। তাতে করোনা রুখতে কি করণীয় এবং বিধি-নিষেধ সমস্ত লেখা ছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিন্টু দে, তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি গোপাল সাহা। এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতৃত্ববৃন্দ। স্থানীয় দলীয় কর্মীদের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।