অবতক খবর,৩০ মে,মালদা:- রাতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বলপুর গ্রামে । আসিফা আক্তার নামে এক শিশুকে খুন করা হলো। জানা যায় ২৮ তারিখ আসেন তার দাদুর বাড়ি ঘুরতে। এবং গতকাল ২৯তারিখ আসিফা প্রতিদিনের মতো দুপুরে ঘুরে বেড়াচ্ছিল বাড়ির আশেপাশে । কিন্তু বেলা চলে গেলে বাড়ির লোকেরা তাকে আর খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পরে খবর পাই পাশের প্রতিবেশীর বাড়িতে তাকে শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে রেখেছে। তারই বাড়িতে লুকিয়ে রুমা খাতুন নামে মহিলা।
যদিও ক্যামেরার সামনে অস্বীকার করেছেন রুমা খাতুন । পরে জানা যায় গহনার লোভে আত্মসাৎ করে খুন করার অভিযোগ উঠেছিল রুমা খাতুনের বিরুদ্ধে। নাবালিকার নাম আসিফা আক্তারের পরিবারের অভিযোগ রুমা খাতুন নামে এক প্রতিবেশী মহিলা। আসিফা আকতার কে শাস রোধ করে খুন করেন।সেই ঘটনায় জানতে পেরে পুখুরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে রুমা খাতুন কে।আজ রুমা খাতুন কে গ্রেপ্তার করে চাঁচোল জেলা আদালতে পেশ করলেন পুখুরিয়া থানারপুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।