অবতক খবর,৩ এপ্রিল:  গম ও ভুট্টা জমিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কয়েক বিঘা ফসল,কৃষকের মাথায় হাত। হঠাৎ করে গম ও ভুট্টা জমিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কয়েক বিঘা ফসল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও সুজালী গ্রাম পঞ্চায়েতের বোটিয়াপাড়া এবং জাগিরগছ গ্রামে।

এই দিন জানা যায় মাঠে চলছে গম কাটা কাজ তারই মধ্যে হঠাৎ স্থানীয়রা দেখতে পাই পুরো মাঠে অগ্নিকাণ্ড। স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালে আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ও ইসলামপুর দঙ্গল বাহিনীকে। খবর পেয়ে ছুটি আছে পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে আগুনকে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রামগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।