অবতক খবর,৩ নভেম্বর,মালদা:সানু ইসলাম: নৈশপ্রহরীকে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি। ডাকাতি করার পর পিকআপ ভ্যানে ইলেকট্রিক এবং ট্রান্সমিশন কাজের সামগ্রী বোঝাই করে চম্পট দিল সশস্ত্র দুষ্কৃতী দল। মালদার ইংলিশ বাজার থানার নরহাট্টা অঞ্চলের সাতঘড়িয়ার কাঁটাবোনা এলাকার ঘটনা। শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ গতকাল রাত্রে ১০ থেকে ১২ জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল ওই এলাকায় থাকা ইলেকট্রিক এবং ট্রান্সমিশন কাজে ব্যবহৃত গোডাউনে হানা দেয়।
এরপর নৈশ প্রহরীকে বেঁধে রেখে ভোররাত পর্যন্ত তান্ডব চালাই দুষ্কৃতীরা।অভিযোগ এরপর পিক আপ ভ্যান নিয়ে এসে লোলার মেশিন সহ ইলেকট্রিক সরঞ্জাম ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।গ্রামবাসীদের অভিযোগ এর আগেও কিছুদিন আগে রংঙের দোকানে চুরি হয়েছিল।মাস না ঘুরতেই আবারো ডাকাতির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।