অবতক খবর,৩১ জানুয়ারি:প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সল্টলেকের এ এইচ ব্লকের বাসিন্দা ভিক্টর গাঙ্গুলী স্কুটি নিয়ে রাত একটা নাগাদ বৈশাখীর দিক থেকে বি এফ সি এফ এর দিকে যাচ্ছিল সেই সময় সামনে স্পিড বেকার ছিল স্কুটির গতি কমাতে পেছন থেকে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ছিটকে গিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়।
পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা । তবে যথাযথ স্থানে সিসিটিভি না থাকায় সংযোগকারী রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে উত্তর বিধান নগর থানার পুলিশ।
গতকালই বিধাননগর পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়েছিল তারপরেও বেপরোয়া গতি এবং কুটি চালকের মাথায় হেলমেট না থাকা কারণেই মৃত্যু।