অবতক খবর,২০ সেপ্টেম্বর,নববারাকপুর: দন্ত বা দাত মানুষের অমূল্য সম্পদ। সঠিকভাবে যত্ন না নেওয়ার ফলে চিকিৎসার গাফিলতির ফলে শরীরের বিভিন্ন রোগের উৎপত্তি হয় আমাদের অজান্তেই।গনেশ পুজো উপলক্ষে অভিনব সেবার ভাবনায় এগিয়ে এসে বুধবার সকালে নববারাকপুর মাসুন্দা ছোট বটতলা গনেশ পুজা কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের ড. আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে আয়োজিত হল বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির ।শিবিরে উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, পুজো কমিটির সভাপতি সোমনাথ দাস, দুলাল মিস্ত্রি, যুগ্ম সম্পাদক দেবাশিষ মিস্ত্রি, প্রসেনজিৎ সাহা, সহ সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ অমিত সাহা, সুজন দাস প্রমুখ। উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন খুব ভালো উদ্যোগ ।গনেশ হচ্ছে সৌভাগ্য সম্প্রীতির সিদ্ধিদাতা। উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুজো কমিটির শ্রী বৃদ্ধি কামনা করি। পুর প্রতিনিধি নির্মিকা বাগচী বলেন বারো বছর ধরে গনেশ বন্দনায় ব্রতী হয়েছে ছোট বটতলা গনেশ পুজা কমিটির সদস্যরা।নববারাকপুর বাসী হিসেবে যথেষ্ট ভালো উদ্যোগে গর্বিত। শরীরে দাঁতের বিভিন্ন সমস্যার আমরা ভীষণ অবহেলা করি সঠিকভাবে চিকিৎসা করি না। বিদেশের মানুষেরা ভীষণ সচেতন।শহরের মানুষ মানসিকতার উন্নত হয়নি বলে অবঞ্জা অবহেলা করে।গনেশ পুজো উপলক্ষে অভিনব ভাবনায় দন্ত পরীক্ষা শিবির। সচরাচর দেখা যায় না। বহু মানুষ উপকৃত হবেন এর ফলে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মিস্ত্রি ও প্রসেনজিৎ সাহারা জানান এদিন ৭০ জন মানুষের বিনামূল্যে দন্ত পরীক্ষা করেন ড. আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টেকনিসিয়ানরা ভ্রাম্যমান গাড়িতে।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ও ভ্রাম্যমান দন্ত শিবিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল বেশ ভালো।সকলকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। গত মঙ্গলবার ১২ তম বর্ষের শ্রী শ্রী গনেশ পুজোর মন্ডপে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান, সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।