অবতক খবর,২১ এপ্রিল: গত ৫০ বছরে এপ্রিলে কলকাতাতে আবহাওয়ার চরম অবস্থা এতদিন দীর্ঘস্থায়ী হয়নি। আগামী 21 থেকে 23 তারিখ তাপমাত্রা 1/2 ডিগ্রি কমলেও অস্বস্তি একই থাকবে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের, বাঁকুরা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সিবিয়ার তাপপ্রবাহ সতর্কতা।

কলকাতা, হাওড়া, হুগলী বাদ দিয়ে বাদবাকি জেলায় তাপপ্রবাহের সতর্কতা, এছাড়া এই তাপপ্রবাহের সতর্কতা মালদা ও দুই দিনাজপুরেও। 22/23 তারিখে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। তাতে তাপমাত্রা বিশেষ কমবে না। কলকাতায় সাময়িক তাপমাত্রা কমলেও আগামী 24/25 তারিখ ফের বাড়বে। কলকাতা তে তাপমাত্রা গড়ে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি।

গত অর্ধ শতাব্দীতে এতটা দীর্ঘস্থায়ী গরম এপ্রিলে দেখা যায়নি। 1980 এর এপ্রিলে একবার 41.7, 2013- তে একদিন 41 এবং 2016 তেও চরম তাপমাত্রা দেখা গেলেও এতটা দীর্ঘমেয়াদে গরম অনুভব করা যায়নি। আগামী এক হপ্তায় একই অস্বস্তি থাকবে শহরে।