অবতক খবর,২ মার্চ :  সাগরদিঘির দিক থেকে একটি যাত্রীবোঝাই বাস বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় মেহেদীপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে একই লেনে পেছন দিক থেকে আরেকটি লরি খেয়ে ধাক্কা মারে। স্থানীয়দের দাবি গাড়ি গাড়ির গতিবেগ থাকায় বড়সড় ক্ষতির মুখে পড়ে বাসটি। গাড়িতে থাকা একাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর ,গুরুতর হয়েছেন বেশ কয়েকজন।

যদিও পুলিশ সূত্রে খবর প্রায় ১৫ জন আহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন দুইজন।
খবর পেয়ে পৌছায় বহরমপুর ট্রাফিক পুলিশ ও নবগ্রাম থানার পুলিশ। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়।

অন্যদিকে এ ঘটনা নিয়ে খুব উগরে দেন স্থানীয়রা, একদিকে যেমন ঘটনা ঘটার অনেক সময় পড়ে টোলের গাড়ি এসে পৌঁছায় অন্যদিকে মেহেদীপুর মোড়ে বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে অন্য জায়গায় বাস দাঁড়ানোর ফলে পথ দুর্ঘটনা ঘটছে বলেই খোভ উগড়ে দেন সাধারণ মানুষ।