অবতক খবর,২৯ জানুয়ারি,মালদা:- গতকাল সন্ধ্যায় বৈষ্ণবনগরের রাধানাথটোলা গ্রামে শুট আউট কান্ডে পুলিশ ইতিমধ্যেই দুই জনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুইজন হল নিমাই ঘোষ এবং পাণ্ডব ঘোষ। দুইজনেই বীরনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিমাই এই শুট আউট কান্ডের মূল অভিযুক্ত এবং পাণ্ডবের কাছ থেকেই সে আগ্নেয়াস্ত্র নিয়েছিল। গতকাল রাতেই পুলিস পান্ডব এবং নিমাইকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ইতিমধ্যেই নিমাইয়ের কাছে থাকা এবং শুট আউট কাণ্ডে ব্যবহৃত ওয়ান শাটারসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। আজ দুপুরে ধৃতদের মালদা জেলা আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হয়েছে।
এই শুট আউট এবং খুনের বিষয়ে অভিযুক্ত নিমাই কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মদের নেশাই তিনি গুলি চালিয়ে দিয়েছেন।
পুলিশ তাকে এবং পান্ডবকে গত রাতেই চামাগ্রাম এলাকা থেকে আটক করে।