অবতক খবর :: শিলিগুড়ি ::    গতকাল রাত বারোটা থেকে দুটোর সময় শিলিগুড়ির শালুগড়া তে এক দুসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরি যায় নগদ টাকা এবং বেশ কিছু মূল্যবান কাগজপত্র।

সকালে একজন খবরের কাগজ বিক্রেতা, শার্টার খোলা অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করে সবাইকে ডাকেন। পরে পুলিশ আসে।