অবতক খবর :: ১৩ই ডিসেম্বর :: নৈহাটী :: গতকাল নৈহাটি বড়মা পূজা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ৪ হাজার দরিদ্রদের মধ্যে বস্ত্র দান উৎসব ২০১৯। সেইসঙ্গে আয়োজন করা হলো নরনারায়ণ সেবার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সোমনাথ শ্যাম,বড়মা পূজা সমিতির সভাপতি স্বপন দত্ত,সহ সভাপতি চন্দ্রকান্ত মোদক, সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল দলের প্রত্যাবর্তন করা বিষ্ণু অধিকারী প্রমূখ ব্যক্তি।
উক্ত অনুষ্ঠানে দরিদ্রদের বস্ত্র দান করে শুভ সূচনা করেন তৃণমূল নেতা সুবোধ অধিকারী। সুবোধ বাবু এক প্রশ্নের উত্তরে জানান,১৯৯১ সাল থেকেই তিনি বড়মার মন্দিরে আসছেন। এখানে বিভাজনের কোন বিষয় নেই। তিনি বড়মার কাছে সকলের মঙ্গল কামনা করেছেন এমনই তিনি জানান।
এছাড়াও পৌর প্রধান অশোক চ্যাটার্জী দরিদ্রদের হাতে বস্ত্র তুলে দিয়ে নৈহাটিবাসীর মঙ্গল কামনা করেন। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আগত বিষ্ণু অধিকারী সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে জানান।