অবতক খবর :: নদীয়া :: গত কয়েকদিন ধরেই নদীয়া শান্তিপুর শহরে যোগদানের জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। রথের দিন শান্তিপুরে মুকুল রায়ের আগমন নিয়ে পারদ চড়েছিলো অনেকটাই। গতকাল রাত্রে তড়িঘড়ি কখনো স্টেডিয়াম মাঠ কখনো সবুজ সংঘের মাঠে আজ সকালে রেলওয়ে হকার্স ইউনিয়ন থেকে পদাধিকার ব্যক্তিত্ব সহ প্রায় ২০০ জন সদস্য যোগদানের মৌখিক ভাবে তথ্য দেওয়া হলেও লিখিতভাবে কোন তথ্য দেওয়া হয়নি সাংবাদিকদের। পূর্ব নির্ধারিত স্থানের মধ্যে থেকে সম্পূর্ণ অন্য একটি জায়গায় সভা অনুষ্ঠিত হয় আজ। সেখানে উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার জানান ৫০ জন, জেলা সভাপতি অশোক চক্রবর্তী জানান ১১৫ জন.
যোগদানকারী রবি দেবনাথ জানান ২০০ র অধিক যুবক সম্প্রদায় যোগদান করে। কিন্তু রেলওয়ে হকার্স ইউনিয়ন সদস্য কোথায?যোগদানকারীরা বলেই ফেললেন তারা বিজেপি সমর্থক ছিলেন পূর্বেই, শান্তিপুর শহরে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডের তারা ভারতীয় জনতা মজনুর সেলে যোগদান করছেন।
বিশেষ সূত্রে জানা যায় এই সংগঠনের জেলা ও রাজ্য কমিটি থাকলেও বিজেপি আরএসএসের সাথে সংগঠনের কোনো যোগসাদৃশ্য নেই। রেলওয়ে হকার্স ইউনিয়ন থেকে জানানো হয় তাদের কোনো সদস্য ওই অনুষ্ঠানে যাননি, যোগদান তো অনেক দূরের কথা! সাংবাদিকদের কাছে কোনো যোগদানের লিস্ট বা যোগাযোগ নাম্বার কোনটাই হাতে পাওয়া যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে যোগদানের বিষয় মৌখিকভাবে নিশ্চিত করা হয়েছে।