গতকাল ছিল ১৬ মে,২০২৪।
পরস্পর শান্তিতে থাকার আন্তর্জাতিক দিবস

গতকাল
তমাল সাহা

জানো তো গতকাল শান্তিতে থাকার দিবস গিয়েছে!
আমি বলি, তাই কি? কাল তো তোমার আমার মধ্যে কোন অশান্তি হয়নি!
সে মুখ গোমড়া করে থাকে।
বলে, কাল এ বিষয়ে কিছু লেখোনি তাই বললাম।

আমি বলি, এটা একটা আন্তর্জাতিক চালাকি। শয়তানিও বলতে পারো।
এর মানে তোমরা অশান্তিতে থাকো,
এটা উস্কানোর জন্যই এমন একটা দিবস চালু করা হয়েছে।

নিশ্চয়ই কারুর চোখ টাটাচ্ছে,
এই যে আমি তোমাকে জড়িয়ে আছি,
ছুঁয়ে আছি, মুখের দিকে চেয়ে আছি।
বলো কী সুন্দর সরল সহজ বাংলা শব্দটি– কাছাকাছি!

গতকালের কথা ছেড়ে দাও।
আজ তো এখনো পর্যন্ত
তুমি আমি ভালোই আছি!