অবতক খবর,১৪ ফেব্রুয়ারী,মালদা:- গঙ্গা স্নান করে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটাডোর। এই ঘটনা আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গেছে, মানিকচকের রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি ম্যাটাডোর করে বাড়ি ফিরছিল ৪০ থেকে ৫০ জন পুণ্যার্থী। ঠিক সেই সময় ইংরেজবাজারের লক্ষীপুরের দামোদর পুর এলাকায় এক বাইক আরোহিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনায় আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।