অবতক খবর,২ মার্চ : গঙ্গাসাগর কোস্টাল থানা ও সুন্দরবন জেলা পুলিশের যৌথ উদ্যোগে, গঙ্গাসাগর থেকে উদ্ধার হল একাধিক চুরি হয়ে যাওয়া বাইক। পুলিশ সূত্রে জানা যায় গত 5ই জানুয়ারি ফ্রেজার গঞ্জ কোস্টাল থানার জেটি ঘাটে একটি ইভেন্টের আয়োজন করা হয়, সেই ইভেন্ট থেকে পর পর তিনটি বাইক চুরি হয়ে যায়।
পরে চুরি হয়ে যাওয়া বাইকের মালিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতায় অভিযান শুরু হয় গোটা সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনা জুড়ে, তবে গঙ্গাসাগর কোষ্টাল ও সুন্দরবন জেলা পুলিশের যৌথ অভিযানে সাগরদ্বীপের সুমতি নগর থেকে একাধিক বাইক উদ্ধার করে গঙ্গাসাগর কোস্টাল থানায় নিয়ে আসা হয়।
এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করে তাদের কাকদীপ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন সুন্দরবন জেলা পুলিশের SDPO -শ্রী সুমন কান্তি ঘোষ সেই বক্তব্য দিয়েই শেষ করবো সবাই ভাল থাকবেন নমষ্কার।