অবতক খবর,১২ মার্চ:  গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার সঙ্গে ভোটার লিস্টে জ্বলজ্বল করছে মৃত ভোটারদের নাম প্রতিবাদ বিরোধী থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বীকার করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

রাজ্যে যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটার নিয়ে হইচই ঠিক তখনই গঙ্গাসাগরে দেখা মিলল ভুতুড়ে ভোটার আর এইতো ভোটারের নাম জল জল করছে ভোটার লিস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার অনুগত সৈনিকরা যখন ভুতুড়ে ভোটার ও মৃত ভোটারের খোঁজে মাঠে নেমেছেন তখন পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর।গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরা তার দলবল নিয়ে গতকাল থেকে ভুতুড়ে ভোটারের খোঁজে নেমে পড়লেন রাম কছর গ্রাম পঞ্চায়েতে।

পিছিয়ে নেই তাদের দলবল নিয়ে মাঠে নেমে সমানে সমানে টক্কর দিয়ে চললেছেন।রামকোছর গ্রাম পঞ্চায়েতে ৫৯ নম্বর বুথ বর্তমানে ৬০ নম্বর বুথে ধরা পরল রাজু এক ভুতুড়ে ফোঁটা একইসঙ্গে ওই বুথে ২৫ থেকে ৩০ জন মৃত ভোটারের নাম জ্বলজ্বল করছে। বিরোধীদের অভিযোগ এইসব ঈদের নাম ভোটার তালিকায় রেখে তাদের নামে রেশন থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে শাসকদলের কিছু লোকজন ও রেশন ডিলাররা।

বিরোধীদের অভিযোগ তারা এসডিও পালের কাছে জানিয়েছিলেন এই ভুয়া ভোটারও মৃত ভোটারের নাম কেটে দেওয়ার জন্য। কিন্তু সেগুলো কাটা হয়নি। ব্রিজের অভিযোগ এই নামগুলো কাটেনি তার কারণএই মৃত ব্যক্তিদের নামে থাপ্পা ভোট দিয়ে তারা তাদের দলকে জেতানোর পরিকল্পনা করে রেখেছেন। আগামী দিন যদি এই ভোটার গুলোর নাম না কাটা হয় তাহলে তারা তথ্যপ্রমাণ সহ মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন।যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ সর্বতো মিথ্যা ও কুৎসা রটনা বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও জেলা পরিষদের সদস্য পাত্র।