অবতক খবর,২৮ অক্টোবর: গঙ্গায় বালির বস্তা ফেলা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে। শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হওয়ার পর মাত্র কয়েক নৌকা বালি ফেলা হয়েছে। সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও কোনরকম বালির বস্তা ফেলা হচ্ছিল না। দশটার পর মাত্র একটি নৌকাতে করে বালির বস্তা ফেলতে আসে। আর যা ঘিরেই উত্তেজনা ছড়ায়। বালির বস্তা ফেলতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। চলে বিক্ষোভও। তারপরেই নৌকা বোঝাই বালি ফেরত নিয়ে চলে যায় কনট্রাকটাররা। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

আপাতত ফের শুরু হলো বালির বস্তা ফেলার কাজ। গঙ্গায় বালির বস্তা ফেলা নিয়ে বিক্ষোভ ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মৈমুর শেখ ওরফে সিধু।