রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: শুক্রবার দুপুরে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার ১৫০ নং আন্দুল রোডের বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গঙ্গায় তলিয়ে যায়। কিছুক্ষণ বাদে তার মৃতদেহ উদ্ধার হয় গঙ্গা থেকে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
মৃতের নাম সহিদ পান্ডে(১৭)। জানা গিয়েছে এদিন সহিদকে দুই বন্ধু গঙ্গায় স্নান করার জন্য ডেকে নিয়ে যায় । এরপরে তাদেরই এক জন জলে তলিয়ে গেছে বলে তার বাড়িতে খবর দেয় । পরে সহিদকে উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিগাডেন থানার পুলিশ। পাশাপাশি শহীদ কে ডেকে নিয়ে যায় ২ বন্ধু সেই ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে বি- গার্ডেন থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে সে সাঁতার জানত না তাহলে কি কারনে সে গঙ্গায় স্নান করতে গেল সে বিষয়ে উঠছে প্রশ্ন তার বাড়ির তরফে। বি-গার্ডেন থানার পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের পাঠানোর ব্যাবস্থা করেছে।