অবতক খবর,২৯ জানুয়ারি: গঙ্গার ভাঙনে গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাট এলাকায় ঘরবাড়ি গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে। জানিয়ে উদ্বিগ্ন সেচ দপ্তর। স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরে সাংসদের কাছে। আজ ভাঙন এলাকা পরিদর্শনে গেলেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং। সেখানে তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথেও। পরিদর্শন শেষে তিনি বলেন, ভাঙন রোধে সেচ দপ্তর শালবোল্লি দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও, ঘরবাড়ি ধ্বসে যাচ্ছে। একমাত্র বোল্ডার ফেলেই ভাঙন আটকানো সম্ভব।
জানিনা কিভাবে এই কাজ করা হচ্ছে। যদি কোন অর্থ লাগে, আমার সাংসদ তহবিল থেকে সেই অর্থ প্রদান করবো। পুরবোর্ডকে বলবো ধ্বসে যাওয়া ঘরবাড়ি গড়ে দিতে। ভাঙন পরিদর্শনে হাজির ছিলেন গারুলিয়া পুরসভার সিআইসি গৌতম বসু।