কার্তিক গুহ :: অবতক খবর :: ১০ই,ডিসেম্বর :: খড়্গপুর ::: সোমবার খড়গপুর শহরের খড়গপুরবাসিকে ধন্যবাদ জ্ঞাপন প্রশাসনিক সভা থেকে খড়গপুর মহকুমা হাসপাতালে ১০শয্যার আইসিইউ চালু করার কথাও ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপশি খড়গপুরে একটি ক্রীড়াঙ্গন নির্মানের জন্য আরও ৫কোটি টাকা বরাদ্দ করা হবে বলে এদিন মূখ্যমন্ত্রী জানিয়েছেন।
ইতিপূর্বেই সরকার ৫কোটি টাকা বরাদ্দ করেছেন ওই স্টেডিয়ামের জন্য।নির্বাচনে তৃনমূল জেতার পর নিশ্চিতভাবেই খড়গপুরবাসীর জন্য এই উপহার সামান্য হলেও খুশির। সামান্য এই কারনে যে ‘কমিউনিটি ডেভলাপমেন্ট’ খাতে বরাদ্দ প্রায় ৫লাখি শহরবাসীর জন্য ৫কোটি টাকা খুবই কম কিন্ত এটাও ঘটনা যে মাগ্গি গন্ডার বাজারে এটাই বা কম কিসের? আর এটাতো মানতেই হবে যে ‘তৃণমূল’কে না জেতালে সরকার এই পুরস্কার দিতেননা।