অবতক খবর,১৪ আগস্ট: খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ রণজয় শ্রীবাস্তব( ৪২) তৃণমূলের সক্রিয় কর্মী, দুষ্কৃতীদের গুলিতে নিহত। নিল রংয়ের একটি অল্টো গাড়ি করে যাওয়ার সময় খড়দহ থানার বাগদি পাড়া এলাকায় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি গিয়ে তার বুকে লাগে। তড়িঘড়ি তাঁকে ব্যারাকপুর বি,এন বোস হাসপাতালে নিয়ে যাবার পথেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে।
ABTAK EXCLUSIVE