রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: সামাজিক দূরত্ব না রেখেই সাংবাদিক সম্মেলন করলেন জগৎবল্লভপূরের বিধায়ক আব্দুল গনি।মঙ্গলবার ডোমজুড়ের মাকড়দহ গার্লস স্কুলে সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বিরোধী দলগুলির সমালোচনা করেন। তবে সব সাংবাদিকদের এক সঙ্গে কাছে ডেকে নেওয়ায় এদিন ভেঙে যায় সামাজিক দূরত্ব। পাশাপাশি এলাকার মানুষের ক্ষোভের শিকার হন তিনি।
সাধারণ মানুষের বক্তব্য বিপদের দিনে ওনাকে দেখতে পাওয়া যায় না। পাশাপাশি লকডাউন এর প্রায় ৭৫ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এলাকার মানুষ তাদের বিধায়ক আব্দুল গনিকে চোখে দেখতে পাননি। শুধু তাই নয় আমফান ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য প্লাস্টিক দেওয়া হয়েছিল। অভিযোগ সেগুলো নিয়েও তিনি স্বজন পোষণ করেছেন। সেই ত্রিপল তাদেরকেই দেয়া হয়েছে। ত্রিপল পায় নি বাড়ি ঘর ভাঙ্গা গৃহহীন মানুষরা এমনটি অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগ কার্যত স্বীকারও করলেন আব্দুল গনি।
তিনি স্বীকার করেন জনসংযোগের অভাবেই অনেক কিছু ঘটছে। একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দলের কর্মীদের মানবিক মুখ দেখাবার। ডোমজুড়ের রুদ্রপুরে পরিযায়ী শ্রমিকরা জলের মধ্যে প্লাস্টিক টাঙিয়ে বাস করছে শুধু তাই নয় তাদের মধ্যে দুজন শ্রমিক করোনা পজেটিভ আক্রান্ত। কোন তথ্য নেই এলাকার বিধায়ক আব্দুল গনি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা অনেকটাই দায়সারাভাবে এড়িয়ে গেলেন আব্দুল গনি।