অবতক খবর,৩১ ডিসেম্বর: খোদ চেয়ারম্যানের ওয়ার্ডে দুর্নীতির খোঁজে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রীতিমত কাজ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বিধায়ক জাকির হোসেন আজকে তিনি কুড়ি নম্বর চেয়ারম্যানের ওয়ার্ডে যান সেখানেই নাকি ড্রেনের ওপর সরকারি জায়গা দখল করে বসে আছে অনেকেই।
ট্রেন দেখার সঙ্গে সঙ্গেই তিনি বললেন যারা সরকারি জায়গা দখল করে আছে খুব দ্রুত উচ্ছেদ হবে। অপরদিকে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বললেন, যখন মার্কেট তৈরি করা হবে প্রথম আমার দোকান ভেঙেই তৈরি করা হবে মার্কেট।