অবতক খবর,৩ এপ্রিল: অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে আগামী ৬ এপ্রিল রামনবমীর দিনে তৃণমূল কংগ্রেসের ভেজাল ওষুধ নিয়ে প্রতিবাদ কর্মসূচি। বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন যে, দেখুন যেদিন রামনবমী সেদিনই প্রতিবাদ করতে হবে। ব্যাপারটা পরিষ্কার, পশ্চিমবঙ্গে হাসপাতালে এবং ওষুধের দোকানে কুড়ি হাজার কোটি টাকার জাল ওষুধের কারবার হচ্ছে এই পশ্চিমবঙ্গে জাল ওষুধের ছড়াছড়ি ও তিনি বলেন পশ্চিমবঙ্গে প্রতিটি জেল ায় জাল ওষুধের কারখানা। পশ্চিমবঙ্গে কদিন আগে ধরা পরল জাল ওষুধ জাল ইঞ্জেকশন পশ্চিমবঙ্গের হাসপাতালে জাল ওষুধ, দোকানে জাল ওষুধ মানুষ খাচ্ছে জল ওষুধ, যে স্যালাইন গ্রহণ করছে সেটাও জাল তাই অবির রঞ্জন চৌধুরী তিনি আর সাংবাদিক বৈঠকে বলেন পশ্চিমবঙ্গের সবই জাল।
তিনি বলেন এর মধ্যে আমরা দেখতে পেলাম ডবল ইঞ্জিন ব্যবস্থা তার নাম ডায়মন্ড হারবার, সেবাশ্রয়। অধীর বলেন দিদি রামনবমী তে ওষুধের দাম কমানো নিয়ে প্রতিবাদ মিছিলের পরিবর্তে আপনার খোকাবাবু যে ডায়মন্ড হারবারে মডেল করেছেন, লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা পরীক্ষা এবং ওষুধ সেটা কি করে হচ্ছে তার একটু ব্যবস্থা করে দেন না আপনি।
তিনি আরো বলেন আপনি খোকাবাবুর মডেলটা কেন ব্লকে ব্লকে নিয়ে যাচ্ছেন না। আপনার দলেই খোকাবাবু ডায়মন্ড হারবার মডেলে কোথাও আপনার নাম গন্ধ নেই অথচ আপনি স্বাস্থ্যমন্ত্রী। অধিক তাই আজ সাংবাদিক বৈঠক থেকে বলেন স্বাস্থ্যের কারণেই যদি আপনাকে রামনবমীর দিন নামতে হয় তাহলে আপনি খোকাবাবুর মডেলটা নিয়ে প্রতি ব্লকে ব্লকে নামুন, ব্লক ব্লকে গিয়ে বলুন খোকাবাবু পেরেছে আমি পারলাম না তোমরা আমাকে মাফ করে দাও, তাহলে তো বুঝা যাবে যে শুভ দিনে আপনি একটা শুভ কাজ করছেন আজ সাংবাদিক বৈঠক থেকে বললেন অধীর রঞ্জন চৌধুরী।